pressbd24
ঢাকাসোমবার , ২৭ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সময় সবুজ (২৫) নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

আটক সবুজ পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন নাককাঠিপাড়া গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৫৩/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোমিনপাড়া নামক স্থান দিয়ে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের উদ্দেশে আসছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অধীন ঘাগড়া বিওপির একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সবুজকে গ্রেপ্তান করা হয়।

গ্রেপ্তারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, অবৈধভাবে গরু আনার উদ্দেশে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন।

আটক আসামী অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ব্যক্তিগত ১টি মোবাইলসহ পঞ্চগড় জেলার সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, সদর দফতর বিজিবির নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যেকোনো মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।