pressbd24
ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইন : আটক করেছে বিজিবি

অনলাইন ডেস্ক
মে ১৭, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করে পাঠানো নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মুর্শেদ।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা এবং কাজলদিঘী-কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক।

আটক ব্যক্তিরা হলেন : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাগবাটি গ্রামের তাসলিমা খাতুন (৪০), কলারোয়া উপজেলার চিতলা গ্রামের মর্জিনা (৪০), নড়াইলের কালিয়া উপজেলার শুকুর গ্রামের নিরুফা বেগম (৪০), যশোরের শার্শা উপজেলার রাজাপুর গ্রামের সাজিদা খাতুন (৪০), ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের জাহিদুল ইসলাম (৪০) ও তার ছেলে ফাইজান শেখ (১০), নোয়াখালীর শ্যামনগর উপজেলার ডোমনাকান্তি গ্রামের ওমর ফারুক (৩৭), নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর গ্রামের মীম আক্তার (২২), সোনারগাঁও উপজেলার চৌরাপাড়া গ্রামের শাহনাজ (৩৪), নরসিংদী সদর উপজেলার বালাপুর চর গ্রামের তানিয়া (৩৫), খুলনার তেরখাদা উপজেলার বাউনডাঙা গ্রামের আলেয়া বেগম (৭০)।

বিজিবি জানায়, ভারতীয় পুলিশ তাদের ২ মে ভারতের মুম্বাই শহর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৭ মে পর্যন্ত তারা পুলিশের হেফাজতে ছিলেন। পরে ভারতীয় কর্তৃপক্ষ ১২৫ জন বাংলাদেশি নাগরিককে বিমানযোগে শিলিগুড়ি পাঠায়। সেখান থেকে বিএসএফ ১১ জনকে পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

এ সময় স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখে বিজিবিকে খবর দেন। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে এবং ক্যাম্পে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে তারা জানান, জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবৈধভাবে অবস্থান করে কাজ করছিলেন।

আটককৃত আসামীদের বোদা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে বিজিবি কর্মকর্তা রিয়াদ মুর্শেদ বলেন, ‘সীমান্ত রক্ষায় বিজিবি সদা সতর্ক রয়েছে। অনুপ্রবেশ ও সীমান্ত-সংক্রান্ত সকল অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।