pressbd24
ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পরশুরামে ভারতীয় হুইস্কিসহ মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীর পরশুরামে ভারতীয় হুইস্কিসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২ ফেব্রুয়ারি) মো. হেলাল হোসেনকে (৩১) হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিদর্শক মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

হেলাল পরশুরাম পৌরসভার বাউরখুমা তালুক এলাকার মৃত ফয়েজ আহাম্মদের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল ফেনীর পরশুরামে অভিযান পরিচালনা করে। এসময় তার বসতঘর থেকে ৬২টি পলি প্যাকেটে, প্রতি প্যাকেটে ১৮০ এমএল করে মোট ১১ লিটার ভারতীয় অফিসার্স চয়েজ নামের হুইস্কিসহ হেলালকে আটক করে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিকে আসামি করে পরশুরাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

উপপরিদর্শক মো. আবু তাহের জানান, গ্রেফতার হেলালের বিরুদ্ধে ইতোপূর্বে ৮টি মাদক মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।