কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে নারী-শিশুসহ ৬৬ রোহিঙ্গাকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
এ সময় পাঁচ পাচারকারীকে আটকসহ চার রাউন্ড রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে ।
শনিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া এলাকার পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন : টেকনাফ পৌরসভার শিলবনিয়া এলাকার আব্দুর শুক্কুরের ছেলে মো. রাশেদ(২৫), একই উপজেলার কচ্চপিয়া এলাকার সুলতান আহম্মেদের ছেলে সালেহ আহম্মেদ (৩৫) ও নুরুল কবির (২৭), রশিদ আহম্মেদের ছেলে সৈয়দ আলম (২৪) এবং চট্টগ্রামের সন্দ্বীপ গাছুয়া ইমানদার আলী চৌকিদার বাড়ি এলাকার আবদুল গফুরের ছেলে কামরুল ইসলাম প্রকাশ মো. শিপন (৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ৩টার দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া এলাকার পাহাড়ের একটি বসতঘরে অভিযান চালিয়ে ৬৬ জন রোহিঙ্গাকে উদ্ধার (১৮ জন পুরুষ,১১ জন মহিলা ও ৩৭ জন শিশু) ও ৫ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে চার রাউন্ড রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়’।
ওসি বলেন, ‘পাচারকারী চক্র উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অবৈধ পথে মালয়েশিয়া নিয়ে যাবার উদ্দেশ্যে রোহিঙ্গাদের প্রায় ১০-১৫ দিন ধরে জোরপূর্বক এখানে আটকে রাখে।
এ ঘটনায় আটক ও পলাতকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাপ্রক্রিয়াধীন রয়েছে।’