pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জবস
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. ড. মুহাম্মদ ইউনূস
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশ ও জনপদ
  15. ধর্ম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পেট থেকে বের হলো ৬০০ পিস ইয়াবা টেবলেট : আটক ১

অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ কৌশলে পেটের মধ্যে ৬০০ পিস ইয়াবা বহন করছিলেন উজ্জ্বল শেখ (৩৮)। বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না। তবে বিষয়টি আগে থেকেই জেনে যায় পুলিশ। পরে বিশেষ কায়দায় তার পেট থেকে ৯টি পোটলা বের করা হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) উজ্জ্বলকে এক্স-রে করে তার পেট থেকে ইয়াবাগুলো বের করে খুলনার লবণচরা থানা পুলিশ।

আটক উজ্জ্বল নড়াইলের লোহাগড়া উপজেলার লিয়াকত শেখের ছেলে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিসান পরিবহনে করে ঢাকা থেকে খুলনায় আসেন উজ্জ্বল। তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পায়ুপথ থেকে মাদকের একটি পোটলা বের করে দেন তিনি। ওই পোটলা থেকে বেশকিছু ইয়াবা বের হয়। পরে গতিবিধি আরও সন্দেহ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়।

থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ বৈদ্য জানান, হাসপাতালে নেওয়ার পর উজ্জ্বলকে এক্স-রে করানো হয়।

সেখানে তার পেটে কিছু ডিম আকৃতির পোটলা দেখা যায়। পরে বিশেষ ব্যবস্থায় ৯টি পোটলা (৬০০ পিস ইয়াবা) বের করা হয়। আরও কয়েকটি পোটলা রয়েছে। এগুলো বের করার পর গণনা করে সঠিক তথ্য জানানো সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।