পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির গাড়িতে কর্মরত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় পিরোজপুর জেলা বাস টার্মিনালের সামনে কম্বল বিতরণ করা হয়। এসময় শ্রমিকদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়।
পিরোজপুর জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি ছিলেন-পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান ও আলাউদ্দিন ভূইয়া জনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।