pressbd24
ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দ; গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা পরশুরাম, ছাগলনাইয়া ও মীরসরাই সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ কোটি ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ এবং এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে বিজিবি।

গ্রেফতারকৃতরা হলেন- ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের আবু আহম্মদের ছেলে মোঃ নজরুল ইসলাম (২৭) ও অপরজন হলেন ভোলা জোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের বসির আহামদের ছেলে মোঃ রবিউল হাসান (২৬)।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ফেনী ৪ বিজিবি’র পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

তিনি আরো জানান, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র দায়িত্বপূর্ণ এলাকা ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া এবং চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় মজুমদারহাট, দেবপুর, চম্পকনগর এবং অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যগণ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চিনি, গাজাঁ, হুইস্কি, নৌকা এবং পিকআপ জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৫ শত টাকা।

জব্দকৃত মালামাল ফেনী কাস্টমস এবং গাজাঁ ও মাদক ফেনী মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবি’র এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান বিজিবি’র এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।