pressbd24
ঢাকাশুক্রবার , ২২ নভেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জবস
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. ড. মুহাম্মদ ইউনূস
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশ ও জনপদ
  15. ধর্ম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার : আটক ২

অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৪ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনীতে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধার সহ ২ জনকে গ্রেফতার করা হয় ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যে, কিছু মাদক ব্যবসায়ী একটি মালবাহী ট্রাকযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী হতে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী সদর থানার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পশ্চিম সিলোনিয়া জামিয়া মাদানিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি ট্রাককে থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে দু’জন ব্যক্তি গাড়ি থেকে কৌশলে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা তাদেরকে গ্রেফতার করে হেফাজতে নেয়। গ্রেফতারকৃতরা হলেন মাগুরা জেলার সদর থানার আবালপুর গ্রামের পাঞ্জু মোল্লার ছেলে মোঃ রাব্বি মোল্লা (২৫), ও একই এলাকার মশিয়ার এর ছেলে মোঃ বিজয় (১৭)। পরে গ্রেফতারকৃত আসামিদের দেখানো ও শনাক্তমতে ট্রাকের ভিতর প্লাস্টিকের বস্তা দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো একটি কাগজের কার্টুন হতে ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার টাকা।

র‍্যাব-৭ এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন ‘প্রেসবিডিকে বলেন ফেনীতে মাদকবিরোধী অভিযানে ষোল কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার ও মাদকপরিবহনে একটি ট্রাক জব্দ করার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি, জব্দকৃত মাদকদ্রব্য ও আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।