স্টাফ রিপোর্টার ; ফেনীর সদর থানার মধ্যম রামপুর এলাকা হতে মাদক বিরোধী অভিযানে ২৪ কেজি গাজাঁ উদ্ধারপূর্বক দু’জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল।
আটককৃতরা হলেন, খাগড়াছড়ি জেলা সদর থানার শালবাগান গ্রামের ছিদ্দিক রহমানের ছেলে মোঃ মিলন মিয়া ও চুয়াডাঙ্গা জেলা সদর থানার বোয়ালমারী গ্রামের মোঃ রতন আলীর ছেলে মোঃ মুশফিক হোসেন।
রবিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি হতে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী মডেল থানার মধ্যম রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ”Imperial Express’ নামীয় বাস থামানোর সংকেত দিলে চেকপোস্টের সামনে বাসটি থামলে বাস হতে কৌশলে দু’জন ব্যাক্তি পালিয়ে যাওয়ার সময় তাঁদের দু’জনকে আটক করে হেফাজতে নেয় র্যাব। পরে আটককৃত আসামিদের দেখানো তথ্য মতে বাসের মালামাল রাখার বক্সের ভিতর হতে ০১টি কালো রং এর ট্রাভেল ব্যাগে বিশেষ কৌশলে রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। রবিবার গ্রেফতারকৃত আসামিদের ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।