স্টাফ রিপোর্টার : ফেনীর লালপোলে র্যাবের মাদক বিরোধী অভিযানে ২০ কেজি উদ্ধারসহ ৪জন মাদক কারবারি গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার সদর থানার লাইটহাউজ পাড়ার মৃত সৈয়দ মেম্বারের মেয়ে মরিয়ম (৪৫), একই থানার বৈদ্যঘোনা এলাকার মীর আহম্মদের ছেলে মোঃ শামিম (৩৪) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আমজাদ বাজার দূর্গাপুর এলাকার তৈয়বউল্লার ছেলে হেদায়েত উল্লাহ সবুজ (৩২), ও একই এলাকার ইউসুফের ছেলে মোঃ জুনায়েদ হোসেন লিমন (১৮)।
শনিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে বারইয়ারহাট হতে কুমিল্লার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী সদর মডেল থানার লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী করে সিএনজি চালিত অটোরিকশার পিছনে মালামাল রাখার স্থানে ০৩টি ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে র্যাব।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামিদের ও জব্দকৃত আলামত শনিবার ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।