স্টাফ রিপোর্টার : ফেনীতে র্যাবের মাদক বিরোধী অভিযানে ১৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও মোঃ রিপন উদ্দিন নামের একজন‘কে গ্রেফতারপূর্বক মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি মাইক্রোবাস যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নেয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভার সংলগ্ন পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে একটি মাইক্রোবাস থেকে পালিয়ে যাওয়ার সময় একজন’কে গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব।
গ্রেফতারকৃত আসামি হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাদুর হাজারীপাড়া এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ রিপন উদ্দিন (২৩)। পরে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে মাইক্রোবাসের পিছনে ব্যাগঢালার ভিতর হতে বিশেষ কৌশলে রাখা ০১টি ট্রাভেল ব্যাগ হতে ১৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। রবিবার আসামি’কে ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।