অনলাইন ডেস্ক ; ফেনীর সোনাগাজীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ।
এ সময় পুলিশের অস্ত্র ও আসামি ছিনতাই করে হামলাকারীরা।
মঙ্গলবার(৭ অক্টোবর) ভোর ৬টার সময় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদপুর গ্রামের মৃত হোসেন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একাধিক মামলার আসামি জাহেদুল ইসলাম রিপন (৩৮) নামে এক চিহ্নিত ডাকাতকে সোনাগাজী মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক সাইদুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। এরপর তাকে থানায় নিয়ে আসার পথে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের অস্ত্র-ওয়্যারলেস লুট করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
তাদের হামলায় এএসআই সাইদুর রহমান, মোফাজ্জেল হোসেনসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পরে মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে জাহেলুদ ইসলাম রিপনকে আটক করে। এরপর পুলিশের লুট হওয়া অস্ত্র ও ওয়্যারলেস উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামি জাহেদুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপরাপর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

