pressbd24
ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে ১৩ মামলার আসামি ইলিয়াস ডাকাত গ্রেফতার

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ১৩ মামলার আসামি ইলিয়াসকে (৩৯) আটক করেছে ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) ভোরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী এলাকা থেকে ইলিয়াসকে আটক করা হয়।

বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ইলিয়াস নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট চরপার্বতী গ্রামের নুরুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, ২৫ ডিসেম্বর ভোর রাতে সোনাগাজী চর চান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। ওই মামলা তদন্তে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইলিয়াসের নাম উঠে আসে।

রোববার ভোরে অভিযান চালিয়ে বসুরহাটের চরপার্বতী এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ আকন গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, ইলিয়াসের বিরুদ্ধে গাড়ি চুরি, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।