pressbd24
ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনী ও চট্টগ্রামে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ; ফেনী ও চট্টগ্রামে র‍্যাবের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধার সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার; মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ এবং মোটর সাইকেল জব্দ।

শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মোঃ সাদমান সাকিব।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী কুমিল্লা হতে পিকআপযোগে মাদকদ্রব্য বহন করে চট্টগ্রামের দিকে যাচ্ছে।

এমন খবর পেয়ে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী মডেল থানার ফতেহপুর এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক ০১টি পিকআপকে থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় দু’জনকে গ্রেফতার করে হেফাজতে নেয় র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দূর্গাপুর গ্রামের রাজা মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৪২) ও অপরজন হলেন ফেনী জেলার সোনাগাজী থানার মুসলিমবাড়ী গ্রামের মোঃ আব্দুল হকের ছেলে মোঃ নূরনবী (৩৯)।

পরে আসামিদের হেফাজতে থাকা পিকআপটির পিছনে মালামাল বহন করার স্থানে ০৩টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতরে বিশেষ কৌশলে রাখা ৪৮ কেজি গাঁজাসহ, ০২টি ঢেউটিন উদ্ধার করা হয়।

অপরদিকে, শনিবার দিবাগত রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায়, কুমিল্লা হতে মোটরসাইকেল যোগে কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে।

এমন খবর পেয়ে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার বায়েজিদ লিংক রোড এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে মোটরসাইকেল রেখে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করে হেফাজতে নেয় র‍্যাব।

গ্রেফতারকৃত আসামি হলেন – কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গাছবাড়িয়া গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মোঃ রবিউল হোসেন (৩০)। পরে আসামির হেফাজতে থাকা একটি কাধ ব্যাগের ভিতর হতে নীল রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৯ লক্ষ টাকা।

শনিবার দু’জনকে ফেনী মডেল থানা ও অপর একজন’কে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।