র্যাবের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ফেনীর ফতেহপুর এলাকা হতে ৪৪ কেজি গাঁজা ও ১ বোতল ফেনসিডিল এবং চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ এলাকা থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ৫ জন’কে গ্রেফতার করে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন র্যাব-৭ এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী ফেনী সদর মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় পাকা রাস্তার উপর মাদকদ্রব্য নিয়ে গাড়ীতে উঠার জন্য অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ঔই এলাকায় অভিযান পরিচালনা করে দু’জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার সদর থানার কুতুবাদিয়া পাড়ার গোলাম কুদুসের ছেলে মনির উদ্দিন (২৪) ও কক্সবাজার জেলার ঈদগাঁও থানার মাইজপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ ভুট্ট (১৯)। পরে গ্রেফতারকৃত আসামিদের হেফাজতে থাকা ০২টি ট্রাভেল ব্যাগ এবং ০১টি কাধে ঝুলানো ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে রাখা কসটেপ দ্বারা মোড়ানো ৪৪ কেজি গাঁজা এবং ০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে, র্যাব-৭, চট্টগ্রামের বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ পাহাড়ের উপরে একটি টিনশেড ঘরের ভিতরে মাদকদ্রব্য মজুদের সংবাদ পায় র্যাব।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল শুক্রবার সন্ধ্যায় ঔই এলাকায় অভিযান পরিচালনা করে তিনজন’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরফিন নগর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সুমন (২৭), ও মোঃ মহিন প্রকাশ কালু (৩০) এবং সীতাকুন্ড থানার জঙ্গল সলিমপুর এলাকার মোঃ আলমগীরের ছেলে মোঃ শরিফুল ইসলাম সুমন (৩০)।
পরে আসামিদের টিনশেড ঘরের খাটের নিচে ০২ টি বস্তার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬লক্ষ ৫০হাজার টাকা।