স্টাফ রিপোর্টার ; বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় মালামাল ও ৫ টি গরু জব্দ করে।
বুধবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ফেনী-৪ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
তিনি আরো জানান, ফেনী-৪ ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা বুধবার সকালে ভারত-বাংলাদেশ সীমান্ত দেবপুর, যশপুর, মধুগ্রাম, চম্পকনগর ও পরশুরাম বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযানে বিজিবি সদস্যদের দেখে একটি ট্রাক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। একপর্যায়ে ট্রাক চালক ফেনী শহরের বিসিক মোড় এলাকায় মফিজ কন্সট্রাকশনে গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি জব্দ করে এবং ট্রাক থেকে ভারতীয় শাড়ি, থ্রীপিস, লেহেঙ্গা, বিভিন্ন প্রকার আতশবাজি, ভারতীয় অরিস সিগারেট, উদ্ধার করে।
এছাড়াও মধুগ্রাম এলাকা থেকে ৫ টি ভারতীয় গরু রেখে চোরাচালান কারিরা পালিয়ে যায়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৯শ ৫ টাকা এবং জব্দকৃত মালামাল ফেনী কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
চোরাচালান বন্ধে সীমান্তে গোয়েন্দা নজর বাড়ানো হয়েছে এবং ২৪ ঘন্টা বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান ফেনী-৪ ব্যাটালিয়ন বিজিবি’র এ কর্মকর্তা।