ফেনীর পরশুরাম সীমান্ত এলাকায় শুক্রবার ভোরে বিজিবি’র পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় হুইস্কি, ফেনসিডিল ও চশমা উদ্ধার করা হয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র নিয়মিত টহল দল পরশুরাম উপজেলার মজুমদারহাট ও কেতরাংগা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় হুইস্কি, ফেনসিডিল ও চশমা জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ৪৭ লাখ ৭৪ হাজার ১০০ টাকা। জব্দকৃত মালামালগুলো ফেনী শুল্ক বিভাগ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও গত তিন মাসে সীমান্তে শুল্ক ফাঁকি দেওয়া কোটি টাকার বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য ও মাদক জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।