pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ একযোগে ডাউন!

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৪ ২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ একযোগভাবে ডাউন হয়ে পড়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাত ১২টার পর বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী এই সমস্যা সম্মুখীন হন।

আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম এ তথ্য জানায়।

ডাউনডিটেক্টর ডটকম জানায়, ফেসবুকে প্রবেশ করতে সমস্যা জানিয়েছেন ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ৭ হাজার ৫০০টিরও বেশি অভিযোগ করেছেন এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে ১০ হাজারেরও বেশি মানুষ সমস্যায় পড়েছেন। এছাড়া, মেসেঞ্জার ব্যবহারকারীদেরও সমস্যা দেখা দিয়েছে, যেখানে ১৪ হাজারেরও বেশি ব্যবহারকারী মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে বার্তা পাঠাতে বা গ্রহণ করতে পারছেন না।

বিশ্বব্যাপী এই সমস্যা দেখা দেওয়ার পর, মেটা প্ল্যাটফর্মের মেসেজিং সেবা এবং হোয়াটসঅ্যাপের সাথে সম্পর্কিত অসংখ্য অভিযোগ জমা পড়েছে।

ব্যবহারকারীরা জানাচ্ছেন, তাদের যোগাযোগ স্থগিত হয়ে যাওয়ার কারণে বিভিন্ন ব্যবসায়িক এবং ব্যক্তিগত কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।