pressbd24
ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার সন্ত্রাসী কালামসহ আটক ৪

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

পশ্চিম বগুড়ার দুর্ধর্ষ সন্ত্রাসী কালাম বাহিনীর প্রধান আবুল কালাম ও তার তিন সহযোগীকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৫ টা থেকে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে দুপচাঁচিয়া থানার গুনাহার ইউনিয়নের তালুচ গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ফরিদ আহম্মেদ এতথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- তালুচ গ্রামের কালাম বাহিনীর প্রধান আবুল কালাম (৩৮) আব্দুর রহিম (৩৫) ইয়াছিন (৪০) ও বাবলু ওরফে বাবু (৩৬)।

তাদের হেফাজত থেকে একটি রিভলবার, ৮টি চাপাতি, ৯টি দেশিয় ছোড়া, ১টি রামদা, ২টি লম্বা দা উদ্ধার করা হয়।

এছাড়াও কালামের বাড়ি থেকে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আবুল কালাম এবং তার সহযোগীরা মিলে এলাকায় কালাম বাহিনী নামে একটি দল গড়ে তোলে। তারা দীর্ঘদিন যাবৎ পশ্চিম বগুড়া বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, অপহরন, লুট, মাদক চোরাচালান, গুম, খুন বিভিন্ন অপরাধমুলক কাজের সাথে জড়িত ছিলো।

পুলিশের তথ্যমতে আবুল কালাম বিভিন্ন থানায় ২৭ টি মামলার এজাহারভুক্ত আসামি। অপর ৩ জনের নামে একাধিক মামলা চলমান রয়েছে। যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারের পর তাদেরকে দুপচাচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।