pressbd24
ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘বর্তমান সরকারে দেশের ইতিহাসের সবচেয়ে ভালো ইকোনমিক টিম রয়েছে’ : প্রেস সচিব শফিকুল আলম

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমান সরকারে দেশের ইতিহাসের সবচেয়ে ভালো ইকোনমিক টিম রয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা পরিমার্জন ও সংশোধন করছে।

রোববার (১২ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

একজন গণমাধ্যম কর্মী সম্প্রতি বিভিন্ন পণ্যের ওপর করারোপ ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে নতুন নতুন কারখানা গড়ে ওঠার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে কি না জানতে চাইলে শফিকুল আলম বলেন, একটি ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং প্লান্টের খুবই ক্ষুদ্র একটা অংশে গ্যাস ব্যবহৃত হয়। গ্লোবাল মার্কেটের যে দাম সেটা বিবেচনায় রেশনালাইজ করা হচ্ছে। এটা করার ফলে দেশের ফ্যাক্টরিগুলোর দক্ষতা বাড়বে। সরকার চায় তারা বিশ্বব্যাপী প্রতিযোগিতা করুক।

গ্যাসের মূল্যবৃদ্ধিতে নতুন শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হবে কি না সে সম্পর্কে জানতে চাইলে শফিকুল আলম বলেন, গ্যাসের ক্ষেত্রে বড় কথা হচ্ছে উৎপাদকের কাছে গ্যাস প্রাপ্তি সহজলভ্য করা যাচ্ছে কি না। সবাই গ্যাস চাইছে, তারা ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছে, অনেক অর্ডার পাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।