pressbd24
ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভারতের হিন্দুত্ববাদী সংগঠনটি দিল্লিতে দেশের জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

বাংলাদেশে হিন্দুদের রক্ষা করতে ভারতীয় সেনা পাঠানোর দাবি : রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠন

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৪ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে হিন্দুদের রক্ষা করতে এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি জানিয়েছে ভারতের রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠন।

ভারতের হিন্দুত্ববাদী সংগঠনটি দিল্লিতে দেশের জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি করেছে যে, বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে ভারতের উচিত সেনাবাহিনী পাঠানোর কথা বিবেচনা করা।

প্রেস ক্লাব অব ইন্ডিয়ার ওই সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসেরও অবিলম্বে মুক্তি দাবি করা হয়।

রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠনের সভাপতি অরবিন্দ বিশ্বাস সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারত যদি শ্রীলঙ্কার গৃহযুদ্ধ থামাতে অতীতে সে দেশে ভারতীয় শান্তিরক্ষী পাঠাতে পারে; তাই আমরা মনে করি এখন বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতেও সে দেশে ভারতীয় সেনা পাঠানো দরকার।’

ওই সংগঠনটির বক্তব্য, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও অত্যাচার যে পর্যায়ে পৌঁছেছে এবং সে দেশের পুলিশ-প্রশাসন যেমন নির্বিকার ভাব দেখাচ্ছে, তাতে এখন ‘সামরিক উপায়ে’ পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই ভারতের সামনে একমাত্র রাস্তা।

আমেরিকা ভিত্তিক মানবাধিকার কর্মী প্রিয়তোষ দে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে নীরব; তাদের এই ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

এর আগে, গত ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসেও দিল্লিতে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন একই দাবিতে দিল্লির বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছিল। তবে নিরাপত্তাগত কারণে দিল্লি পুলিশ তাদের দূতাবাস ভবন পর্যন্ত যেতে দেয়নি। সূত্র: বিবিসি বাংলা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।