চট্টগ্রামের ইপিজেড থানার আকমল আলী সড়ক এলাকা থেকে অপহরণ মামলার পলাতক আসামি মো. রিফাত হোসেন সামিকে (২২) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)।
এ সময় তার বাসা থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় আকমল আলী খালপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গত বছরের ১৪ ডিসেম্বর মোড়েলগঞ্জ থানায় ভিকটিমকে অপহরণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে তার পরিবার।
এছাড়াও নগরের হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মামলার পর হতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আটক এড়াতে নিজ এলাকা ছেড়ে ভিকটিমকে নিয়ে আকমল আলী খালপাড় এলাকায় আত্মগোপন করে আসছিল আসামি রিফাত।
র্যাব-৭ এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মো. সাদমান সাকিব জানিয়েছেন,আটক আসামি এবং ভিকটিমকে নগরীর হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।