স্টাফ রিপোর্টার : বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারি মনির শেখ ও তার সহযোগী রাসেল হোসেনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে ফকিরহাট উপজেলার বারাশিয়া (মধ্যপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার আসামিরা হলেন : ফকিরহাট উপজেলার বারাশিয়া (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে শেখ মনি (৪৬) ও তার সহযোগী ফকিরহাটের আট্টাকী গ্রামের মো. রাজ্জাক হোসেনের ছেলে মো. রাসেল হোসেন (৩৫)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনির শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ছাদের ওপর থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা (মূল্য প্রায় তিন লাখ টাকা), মাদক বিক্রির নগদ ১ লাখ ৬৩ হাজার ২০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপর আসামি রাসেল হোসেনের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, মনির শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিল এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

