pressbd24
ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে ভাইয়ের হাতে ভাই খুন!

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবানে পারিবারিক কলহের জেরে সৎ ভাইয়ের হাতে ছোটভাই খুন হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) সকালে আলীকদম উপজেলা সদরের দক্ষিণ নয়াপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ নুরুল আফসার (২২) ওই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। নিহতের সৎ বড় ভাই মোহাম্মদ মুসা মিয়া।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তাদের পরিবারে সম্পতি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল।এরই প্রেক্ষিতে আজ সকালে বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারি হয়। এতে বড় ভাই মোহাম্মদ মুসা মিয়া তার সৎ ভাই নুরুল আফসারের মাথায় আঘাত করে এবং কামড় দিয়ে আফসারের কান ছিড়ে নেয়। অতিরিক্ত ক্ষরণের কারণে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সৌরভ উন্নত চিকিৎসার প্রয়োজনে স্থানান্তরের পরামর্শ দিলে পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে তিনটায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার সৌরভ জানান, নিহত নুরুল আবসারের মাথায় লাঠি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

আলিকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিন জানান, সৎ ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। বিষয়টি এখনও তদন্তাধীন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।