pressbd24
ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
মার্চ ১০, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বান্দরবান নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের প্রাঙ্গণে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে অনুষ্ঠিত মানব বন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নারী বলে কাউকে পিছিয়ে রাখা যাবেনা।সকলেই এই দেশের নাগরিক।

একজন নাগরিকের দায়িত্বের অংশ হিসেবে সর্বস্তরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেতে চায়। যা নিশ্চিত করা রাস্ট্রের কর্তব্য। কিন্তু সব রকম সাক্ষ্য-প্রমাণ থাকা সত্ত্বেও ১৮০ দিন বিচারিক কার্যক্রম নির্ধারণ করা আছে।

নারীদের সর্বোচ্চ সম্মান হরণ কারী বা ধর্ষণকারীর অভিযোগ প্রমাণিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানানো হয়।

এসময় তুমি কে আমি কে আছিয়া আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত হয় এলাকাটি।

মানববন্ধনে বান্দরবান সরকারি নার্সিং কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মনি বলেন, সব কিছুর আলামত থাকার পরও ধর্ষকদের বিচার করা হচ্ছে না বা বিচার বিলম্বিত করা হচ্ছে। নারী-শিশু ধর্ষণের ঘটনার  ২৪ ঘণ্টার মধ্যে তিনি বিচার দাবি করেন।

নার্সিং কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী ঐশি বলেন দেশ আমার নারীরা সব জায়গায়  নিরাপদে বিচরণ করবে, কোনো জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগবেনা। নারী বলে নারীদের কোথাও যেন পিছিয়ে রাখা না হয় এবং ধর্ষণের শিকার যেন না হয় এমন দাবি করে তিনি দাবি করে বলেন, ধর্ষকের বিচারের জন্য ১৮০দিন অনেক দীর্ঘ সময়,তাই  ধর্ষনের বিচার হবে ঘটনার ২৪ঘন্টার মধ্যে। শাস্তি হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড।

মানববন্ধনে বান্দরবান সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।