pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৫ ২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

রাঙ্গুনিয়ায় জরিনা বেগমের (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) ভোররাতে উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি নতুন পাড়া থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্বামী মো. হাসানকে আটক করেছে পুলিশ। নিহতের ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় তাকে আটক করা হয়। 

নিহত জরিনা বেগমের নিজ বাড়ি রাঙ্গামাটি জেলার লংগদুর মাইনি এলাকায়। তাঁর স্বামী মো. হাসানের বাড়িও একই এলাকায়। তিনি ওই এলাকার মৃত দীন ইসলামের ছেলে। তারা বর্তমানে রাজানগর ঠান্ডাছড়ি নতুন পাড়ায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

প্রতিবেশীরা জানান, রাতে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়েছিল। এর জের ধরে হাসান তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বাইরে থেকে ঘরের তালা মেরে দেয়। পরে ঘরের ভিতরে থাকা তাদের ছোট ছেলে কান্না করলে পাশ্ববর্তী ভাড়াটিয়ারা এসে তালা ভেঙে জরিনার মৃতদেহ দেখতে পায়। পরে তার স্বামী হাসানকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় জরিনা বেগমের নাক দিয়ে রক্ত বের হচ্ছিলো। এ বিষয়ে থানায় হত্যা মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।