সম্প্রতি নানা ইস্যু নিয়ে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) নেতাদের মধ্যে কথার লড়াই চলছে।
মাঠ পর্যায় থেকে শীর্ষ নেতাদেরও কেউ কেউ এক দল আরেক দলকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। ফলে তিক্ততা বাড়ছে।
এ অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নির্বাচনের রোপম্যাপ নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে কথা বলেছেন এনসিপির শীর্ষ নেতা সারজিস আলম।
সালাউদ্দিনের উদ্দেশে তিনি বলেছেন, শুধু নির্বাচনি রোডম্যাপ নয়, জুলাই গণঅভ্যুত্থানে জীবন দেয়া মানুষের হত্যার বিচারের রোডম্যাপও দাবি করেন। অন্যথায় আমরা আশাহত হই।
শুক্রবার (২২মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে দেওয়া পোস্টে সারজিস আলম একথা বলেছেন।
সারজিস আলম লিখেছেন, ‘আজকে বিএনপি’র সালাউদ্দিন ভাই বলেছেন চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ দেওয়া। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই হিসেবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি।’
এনসিপি নেতা লিখেছেন, ‘সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয় তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ জনগণ আশাহত হয়, শহিদ পরিবারের সদস্যরা আশাহত হয়, আহত যোদ্ধারা আশাহত হয়। কোটি মানুষ যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে পাঁচ আগস্টে জীবনের মায়া না করে রাজপথে নেমে এসেছিল তাদের স্বপ্নভঙ্গ হয়।’