pressbd24
ঢাকাশুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৪ ৩:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এই কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচিগুলো হলো- 

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় ও সারাদেশ কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষে আগামীকাল ১৩ ডিসেম্বর রাজধানীর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেলা ২টায় আলোচনা সভার আয়োজন করা হবে।

১৪ ডিসেম্বর সকালে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল স্তরের নেতাকর্মীরা মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি: 

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এদিন সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করা হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর বেলা ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচলা সভা অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর ‘সবার আগে বাংলাদেশ’র উদ্যোগে মানিক মিয়া এভিনিউ কনসার্ট অনুষ্ঠিত হবে।

বিজয় দিবস উপলক্ষে দলের চেয়ারপারসন ও কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করা হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন নেতাকর্মীরা স্থানীয় সুবিধা অনুযায়ী কর্মসূচি পালন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।