pressbd24
ঢাকারবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ইজতেমায় দুই দিনে ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্ব ইজতেমায় দুই দিনে চারজন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে এক মুসল্লির মৃত্যু হয়।

তাবলীগ জামায়াতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকেলে খিত্তায় অসুস্থ হয়ে রমিজ আলী (৬০) নামে একজন মৃত্যুবরণ করেন। তিনি হবিগঞ্জ সদরের রামনগর ৩ নম্বর তেগরিয়া এলাকার মৃত দোস্ত মোহাম্মদের ছেলে।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) তিনজনের মৃত্যু হয়। এদিন সকাল সাড়ে দশটায় খুলনার আব্দুল কুদ্দুস গাজী নামে এক মুসল্লি মৃত্যুবরণ করেন। দুপুরের দিকে শেরপুর ৪৬ নং খিত্তায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ছাবেদ আলী নামে আরেক মুসল্লি।

এছাড়া শুক্রবার দিনগত রাতে ইয়াকুব আলী (৬০) নামে এক মুসল্লি মৃত্যুবরণ করেন। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানার রাগবপুর গ্রামের মৃত নওয়াব উল্লার ছেলে। ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।