pressbd24
ঢাকাশুক্রবার , ৩০ মে ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত : ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপন

অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নিয়ে কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটাঙ্গণে চলছে আলোচনা-সমালোচনা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন ফারুক আহমেদ।
গতকাল রাতেই জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তার কাউন্সিলরশিপ বাতিল করা হয়েছে। ফলে বিসিবির সভাপতিও থাকতে পারছেন না তিনি। এদিকে ক্রিকেট বর্ডের নতুন সভাপতি হতে পারেন আমিনুল ইসলাম বুলবুল এমনটাও ধারণা করা হয়েছিল।

বুলবুলকে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলরের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এক অনলাইন সভায় তাকে কাউন্সিলর করা হয়। শুক্রবার বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করে প্রজ্ঞাপন দিয়েছে ক্রীড়া পরিষদ।

বিসিবির পরিচালক মনোনীত হওয়ায় ফারুক আহমেদের জায়গায় বুলবুলের বিসিবির সভাপতি হতে আর বাধা থাকল না।

আজ (শুক্রবার) বিকেলে বিসিবির বোর্ড পরিচালকরা এক সভায় বসেছেন। ওই সভায় সংখ্যাগরিষ্ঠ পরিচালকের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হতে পারেন তিনি।

নানা অনিয়মের কারণে বিসিবির সভাপতি পদ হারিয়েছেন ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে। জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ফারুকের পরিচালক পদ বাতিল করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সভাপতির পদও আর থাকছে না তার হাতে।

ফারুক আহমেদের জায়গায় একই নিয়ম অনুসরণ করে ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বিসিবি সভাপতি হতে যাচ্ছেন বুলবুল। তবে সাবেক এই ক্রিকেটার সমকালকে আগেই জানিয়েছেন, তিনি দীর্ঘমেয়াদে দায়িত্ব নিতে চান না। সব ঠিক থাকলে আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বুলবুলই হতে চলেছে বিসিবির নতুন সভাপতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।