pressbd24
ঢাকাবুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বৃদ্ধ মাকে ছেলের মারধর, শাসন করতে গিয়ে মামা খুন!

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনার কেন্দুয়ায় ভাগ্নের লাঠির আঘাতে কাঞ্চন মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি)  বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাঞ্চন মিয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামের কাউছু মিয়ার ছেলে। আর অভিযুক্ত মাজহারুল উপজেলার নওপাড়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে অটোরিকশা চালক মাজহারুল প্রায়ই তার মা মাজেদা আক্তারকে নির্যাতন করত।

মঙ্গলবার আবার মাজহারুল তার মাকে মারধর করে। ছেলের এমন অত্যাচার নির্যাতনের বিচার চাইতে মাজেদা ভাই কাঞ্চন মিয়ার কাছে যান। বিকেলে কাঞ্চন মিয়া শাসন করতে ভাগ্নের বাড়িতে যান। এতে ক্ষিপ্ত হয়ে ভাগ্নে মাজহারুল উত্তেজিত হয়ে কাঞ্চন মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা কাঞ্চন মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন। কিছু সময় পর মঙ্গলবার সন্ধ্যার  দিকে চিকিৎসাধীন অবস্থায় কাঞ্চন মিয়া মারা যান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মিজানুর রহমান বলেন, মরদেহ এখনো মমেক হাসাপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বুধবার মামলা করবে।

ঘটনার পর অভিযুক্ত মাজহারুল পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।