pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টি ও শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা, তাপমাত্রা কমার পূর্বাভাস

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৪ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আবহাওয়া অধিদফতর জানিয়েছে মেঘলাসহ উপকূলীয় এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে। একইসাথে, বর্ধিত পাঁচ দিনের শেষদিকে তাপমাত্রা কমার পূর্বাভাসও দিয়েছে তারা।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে প্রকাশিত আবহাওয়া বার্তায় জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তার আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে, এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

দেশের অধিকাংশ অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, অন্যদিকে দেশের অন্য অংশে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া মধ্যরাত- সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, পরবর্তী ৪৮ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রাতে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমে যাবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পাঁচ দিনের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।