স্টাফ রিপোর্টার : এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে।
বুধবার রাতে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন।
নতুন করে কোনো অগ্রগতি থাকলে জানানো হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি খালেদা জিয়ার জন্য দল এবং পরিবারের পক্ষ থেকে দোয়াও চেয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ডা. জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির জানান, বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে বলার মতো কোনো সিদ্ধান্ত হলে জানবেন।
তিনি জানিয়েছেন, ইতিমধ্যে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এসে মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন।
আজ বুধবার রাতে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন।
ডা. জাহিদ হোসেন চেয়ারপারসনের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন যাতে চেয়ারপারসন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

