খাইরুল উম্মাহ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রথমবারের মতো বেদেপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াজ ও দোয়া মাহফিলস মাজের মূলধারা থেকে পিছিয়ে পড়া এক জনগোষ্ঠী হচ্ছে বেদে সম্প্রদায়।
যাযাবর এ সম্প্রদায় স্থানীয়ভাবে পরিচিত বাদিয়া বা বাইদ্যা নামে। স্থায়ীভাবে এদের কোনো বসতি না থাকায় রাষ্ট্রীয় নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি এরা বঞ্চিত ধর্মীয় মূল্যবোধ ও আদর্শ থেকেও। জাতিতে এরা মুসলমান হলেও মুসলিম কৃষ্টি-কালচার ও মূল্যবোধ এদের মধ্যে নেই। ফলে প্রায়ই বেদে সম্প্রদায়ের লোকেরা জড়িয়ে যাচ্ছে নানা অন্যায় ও অপরাধমূলক কাজের সঙ্গে।
অবহেলিত এ জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে খাইরুল উম্মাহ ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ ডেফলাইন গ্রামের বেদেপল্লীতে আজ দিনভর অনুষ্ঠিত হয়েছে ওয়াজ ও দোয়া মাহফিল। মাহফিলে বক্তারা তাদের নববী আদর্শ ও ইসলামি মূল্যবোধের আলোকে জীবন গড়ার জন্য উৎসাহিত করেন। খাইরুল উম্মাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতি আনিসুর রহমান তালুকদার এর সঙ্গে কথা বলা জানা যায়,বেদেপল্লীতে ফাউন্ডেশন এর পক্ষ থেকে মসজিদ ও মাদরাসা করার ইচ্ছা আছে তাদের। তিনি আরও বলেন,মাদরাসায় বেদেপল্লীর বাচ্চাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষারও ব্যবস্থা থাকবে। বয়স্কদের জন্য থাকবে কুরআন, সামাজিক শিষ্টাচার ও মূল্যবোধ শিক্ষার ব্যবস্থা। মা-বোনদের জন্য থাকবে তালিমের ব্যবস্থা।
বেদেপল্লীর কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়,তাদের নিয়ে এমন আয়োজন এটাই প্রথম। এতে তারা অনেক খুশি এবং উচ্ছ্বসিত।