pressbd24
ঢাকাশুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে বিশেষ টাস্কফোর্সের অভিযানে ভারতীয় শাড়ি জব্দ

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৪ ৮:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় স্থানীয় আবাসিক হোটেলগুলোতে অভিযান চালিয়ে ২৩ লাখ ৫ হাজার ২০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ অন্যান্য মালামাল জব্দ করেছে বিশেষ টাস্কফোর্স। এ সময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বেশ কিছুদিন যাবৎ বেনাপোল চেকপোস্ট এলাকায় স্থানীয় আবাসিক হোটেলগুলোতে কতিপয় অসাধু ব্যবসায়ী ভারতীয় শাড়ি এবং বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী রেখে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।

বিষয়গুলো বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় যশোর জেলা প্রশাসনের নজরে আসে। এর প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।

টাস্কফোর্স বৃহস্পতিবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিমের নেতৃত্বে ৩০ জন বিজিবি সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়াসহ অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে বেনাপোল চেকপোস্ট বাজারে স্থানীয় আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে।

অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ১৯১টি শাড়ি, ৬০টি ওড়না, ১৬টি লেডিস চাদর, ৪টি শাল চাদর, ৯টি কোটি এবং ৩২৯টি স্কিন ক্রিম জব্দ করা হয়।

এগুলোর আনুমানিক মূল্য ২৩ লাখ ৫ হাজার ২০০ টাকা। টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানি মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।