বেনাপোল সীমান্তে বিদেশি মদ, শাড়ি, থ্রি-পিস, কম্বল ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর বিজিবি এ তথ্য জানায়।
বিজিবি জানায়, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল চেকপোস্টে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ লাখ ৯২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ, ভারতীয় শাড়ি, থ্রি-পিস, তৈরি পোশাক, কীটনাশক, কম্বল ও কসমেটিকস জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারি এসব মালামাল কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।