pressbd24
ঢাকারবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত দেওয়ার জন্য যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, দুই ভাইয়ের মৃত্যু

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

রক্ত দেওয়ার জন্য যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের আলীয়াবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই শিহাব উদ্দিন (২৫) ও বোরহান উদ্দিন (২৪) মোটরসাইকেলযোগে সলিমগঞ্জে এক রোগীকে রক্ত দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় শিহাব ঘটনাস্থলেই মারা যান, এবং বোরহান গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহত শিহাব নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে এবং বোরহান ফরিদ মিয়ার ছেলে। শিহাব ও বোরহান উভয়ই ব্লাডগ্রুপ সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মী ছিলেন।

শিহাবের বাবা রফিক মিয়া বলেন, ‘এখন আমাকে কেডা ডাক্তারের কাছে নিয়ে যাইবে? রক্ত দিতে গিয়ে আমার ছেলে তো শেষ হয়ে গেলো!’

বোরহানের বাবা ফরিদ মিয়া কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘আমার বংশের দুই ভালো ছেলে আমাদের রেখে চলে গেলো।’

স্থানীয় প্রত্যক্ষদর্শী রাসেল জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে এসে গাছের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত শিহাবকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, এবং বোরহানকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নবীনগর হাসপাতালের চিকিৎসক ইলিয়াস আহমেদ বলেন, ‘শিহাব ঘটনাস্থলেই মারা যান এবং বোরহান ঢাকা নেওয়ার পথে মারা যান।’

ব্লাডগ্রুপের প্রতিষ্ঠাতা আজহারুল জানান, শিহাব তার অসুস্থ মা-বাবা থাকা সত্ত্বেও যখনই রক্ত দেওয়ার জন্য ফোন পেতেন, তিনি তাৎক্ষণিকভাবে ছুটে যেতেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।