ভোলার লালমোহনে একটি বিদ্যালয়ের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালমা ইউনিয়নের মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ওই বিদ্যালয়ের মাঠে ব্যাডমিন্টন র্যাকেটের ভেতর একটি শর্টগান পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শর্টগানটি উদ্ধার করে।
তিনি বলেন, গেল জুলাই-আগস্ট আন্দোলনের সময় বাংলাদেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে। এটি সেই লুট হওয়া অস্ত্র কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। শর্টগানের গায়ে একটি নম্বর রয়েছে। ওই নম্বরের সূত্র ধরে এর প্রকৃত কারণ বের করতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।