pressbd24
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কে ডাকাতির ঘটনায় ; ২ ডাকাত গ্রেফতার

অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে চলন্ত প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় একাধিক মামলার শীর্ষ দুই ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-১২ সদস্যরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। এর আগে, সোমবার (৬ অক্টোবর) বিকেলে পৃথক দুটি অভিযানে সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকা থেকে অভিযুক্ত ডাকাতদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন ; সিরাজগঞ্জের সদর থানাধাীন নতুন সায়দাবাদ এলাকার রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪) ও মো. সহিদের ছেলে সাহা (২৯)।

প্রেস বিজ্ঞপ্তিততে উল্লেখ করা হয়, শুক্রবার (৩ অক্টোবর) সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে ২০ থেকে ৩০ বছর বয়সী ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়।

তারা প্রাইভেটকার ভাঙচুর করে, যাত্রীদের মারধর করে এবং মূল্যবান মালামাল লুটে নেয়। ঘটনাস্থল থেকে লুট করে তারা সড়কের পাশের ধানখেতের অন্ধকারে পালিয়ে যায়। ওই ঘটনায় অন্তত চার থেকে পাঁচজন আহত হন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গত ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানায় এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. রমজান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।

এ ঘটনায় জড়িত মো. বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার ১৫টি মামলা এবং সাহার নামে ৩টি মামলা রয়েছে।

গ্রেফতারের পর আসামিদের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।