pressbd24
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
নভেম্বর ৫, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) ; বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাটিরাঙ্গা পৌর শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গার চৌধুরী কমিউনিটি সেন্টারে মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সভাপতি জয়শ্রী দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।

মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিলা রুমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম আক্তার মনি, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী,জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সিমা ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম প্রমুখ।

সভায় বক্তরা বলেন,একটি রাজনৈতিক দল যারা স্বাধীনতা সংগ্রামে রাষ্ট্রের বিরোধিতা করেছিলো,আজও তারা বসে নেই তাদের এই কর্মকান্ড অব্যাহত রেখেছেন।

আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে ও প্রচারণা চালাতে হবে।

বিএনপি’র দেয়া ৩১ দফা পূর্ণ বাস্তবায়ন হলে নারীদের কে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান।

আমাদের প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তারা হলেন বসন্তের কোকিল। হঠাৎ এসে দেখা দিয়ে চলে যাবেন। প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া যাবেন না, তিনি ছিলেন আজও আছেন জনসাধারণের মাঝে। আমরা সবাই মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় নেতাকে বিজয়ী করে পাহাড়ের উন্নয়ন স্রোতধারাকে ধরে রাখবো।

এসময় মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মনোয়ারা বেগম সহ পৌর, ওয়ার্ড বিএনপি ও মহিলা দলের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।