হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের দুই যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) ভোর সকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই মিজানুর রহমান উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতফাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
গ্রেফতাররা হলেন- সাতফাড়িয়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া (৩৭) ও একই গ্রামের আব্দুল শহীদ এর ছেলে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. হাবিবুল ইসলাম (৪৫)।
বিকেলে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মারধোর, ভাঙচুর, অগিসংযোগসহ বিভিন্ন অভিযোগ রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।