অনলাইন ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাত ভাইয়ের হাতে হানিফ (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার আঠালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতের মেয়ে স্মৃতি জানান, আমার বাবার চাচাত ভাই স্বাধীন ও জাহাঙ্গীরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজও দুপুরে জমি নিয়ে কথার কাটাকাটির এক পর্যায়ে স্বাধীন ও জাহাঙ্গীর রামদা ও টেঁটা দিয়ে আমার বাবাকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

