চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পাওয়া গেছে তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ডাকাতের হামলায় তাদের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই জাহাজটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা।
জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করা হচ্ছে।
এ বিষয়ে চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, ওই ৬ জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।
এছাড়া আরও দুইজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।