অনলাইন ডেস্ক : রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় পাথর নিক্ষেপকারী মো. রিজওয়ান উদ্দিন অভিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তাকে পটুয়াখালী থেকে গ্রেফতার করা হয়।
তালেবুর রহমান বলেন, সোহাগ হত্যার সা জড়িত অভি। তিনিই সোহাগকে পাথর নিক্ষেপ করে হত্যা করেন। যা প্রত্যক্ষদর্শীদের তথ্য ও সিসি ক্যামেরায় ওঠে এসেছে।
আলোচিত এঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও মামলায় ১৮ জনকে আসামি করা হয়েছে। তবে বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

