অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের বাসে গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন : নেছার ও দীপু। তবে ঘটনায় মূল অভিযুক্ত ‘গাংচিল’ বাহিনীর পিন্টু নামে একজন এখনো পলাতক।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গত ৬ মাস ধরে আলিফ পরিবহনের মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল পিন্টু গ্রুপের নেছারসহ কয়েকজন সন্ত্রাসী। চাঁদা না পেয়ে সুযোগ বুঝে শুক্রবার ফাঁকা গুলি করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া চাঁদা চাওয়ার একটি অডিও রেকর্ডও পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাসকে থামায় কয়েকজন যুবক। এরপর ফাঁকা গুলি করে একে একে সব যাত্রীকে নামিয়ে দেয় তারা।
এরপর বাসের স্টাফদের মারধরও করে ওই যুবকরা। একপর্যায়ে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা।

