মিরসরাইয়ে অস্বাভাবিক আকৃতির এক গরুর বাছুরের জন্ম হয়েছে। বাছুরটির দুটি করে মাথা ও মুখ, চার চোখ ও আট পা। শুক্রবার (২২ নভেম্বর) সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৬নং কয়লা ওয়ার্ডের রহমতপুর গ্রামের খামারি গোলাম হোসেনের গাভী থেকে এমন বাছুরটির জন্ম হয়। তবে প্রসবের সময় গরুর বাছুরটি মৃত অবস্থায় ছিল।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ধরনের গরুর বাচ্চা তারা আগে কখনো দেখেননি। গরুর এমন বাছুর জন্মাতে পারে তারা স্বপ্নেও ভাবেননি।
খামারি গোলাম হোসেন জানান, ব্র্যাকের এআইএসপি কাওছার মাহমুদ ফয়সাল, স্থানীয় করিম ও মোচন ত্রিপুরার সহযোগিতায় আড়াই ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর মৃত অবস্থায় বাছুরটি ডেলিভারি করা হয়।
ব্র্যাকের এআইএসপি কাওছার মাহমুদ জানান, সাধারণত এ ধরনের বিকলাঙ্গ বাচ্চার ৮০ শতাংশই প্রসবের আগে মৃত অবস্থায় থাকে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তবে গাভীটি সুস্থ রয়েছে।
তিনি জানান,বাছুরটি দেখতে আজব মনে হলেও গাভী গরুর পেটে এমন অস্বাভাবিক আকৃতির বাচ্চা জন্ম নেয়ার কারণ সাধারণত জেনেটিক ত্রুটি, ভাইরাস সংক্রমণ বা পুষ্টির ঘাটতির কারণে হতে পারে। বিশেষ করে, কিছু ভাইরাস যেমন বাভাইন ভাইরাল ডায়রিয়া (বিভিডি) বা ব্লুটাং ভাইরাস গরুর গর্ভের বাচ্চার বিকৃতির জন্য দায়ী হতে পারে।
এদিকে দু মাথা ও দুই মুখ, চার চোখ ও আট পা আকৃতির বাছুরটি নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। এটি দেখতে আশপাশের মানুষ ভিড় করছেন ওই গরুর মালিক গোলাম হোসেনের বাড়িতে।