মিরসরাইয়ে দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন শুরু হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার সাহেরখালী ঘাটে বিশেষ কম্বিং অপারেশনে জব্দ করা ১৫৫ মিটার জাল। পরে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে সাহেরখালী ঘাটের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।
অভিযানে একটি বেহুন্দী জাল, দু’টি চরঘেরা জাল, একটি নেট জাল ও একটি চিংড়ি পোনা জালসহ প্রায় ১৫৫ মিটার জাল জব্দ করা হয়েছে। তবে কোনো জেলেকে আটক করা হয়নি। জব্দ জালের আনুমানিক মূল্য ২৫ হাজার ৬৫০ টাকা।
মিরসরাই উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর এসব জালের ব্যবহার বাড়লে জাটকাসহ সামুদ্রিক ও উপকূলীয় বিভিন্ন প্রজাতির মাছের ডিম, রেণু ও পোনা নষ্ট হয়।
এছাড়া উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। বিশেষ কম্বিং অপারেশনের লক্ষ্যে আমাদের এই অভিযান। তারই ধারাবাহিতকায় সোমবার বিকেলে উপজেলার সাহেরখালী ঘাট এলাকায় ১৫৫ মিটার বিভিন্ন জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষতিকর অবৈধ জাল অপসারণের লক্ষ্যে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এসব জাল ব্যবহারকারীকে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।