pressbd24
ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে জামায়াত : নগদ অর্থ ও টিন বিতরণ

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে কয়েলের আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে মিরসরাই সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, উপজেলা সেক্রেটারি মাওলানা আনোয়ারুল্লা আল মামুন, বায়তুল মাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি শফিকুল আলম শিকদার, মিরসরাই সদর ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা ফারুকসহ জামায়াতের নেতাকর্মীরা।

এ সময় আগুনে ক্ষতিগ্রস্ত আবদুল রহিম, আকতার হোসেন ও আনোয়ার হোসেনকে এক বান্ডিল করে টিন ও নগদ অর্থ দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত আব্দুর রহিমের স্ত্রী শাহানা আক্তার বলেন, গত শুক্রবার রাতে আগুনে আমাদের তিন পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরনের কাপড় ছাড়া কিছু রক্ষা করতে পারিনি। সরকারের পক্ষ থেকে আমরা এখনও পর্যন্ত কিছু পাইনি। জামায়াতের নেতাকর্মীরা আমাদের কষ্ট দেখে নগদ টাকা ও টিন দিয়েছে। এতে আমরা অনেক খুশি।

গত ২৯ নভেম্বর রাতে মিরসরাই সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গড়িয়াইশ এলাকার পিয়া অটো ব্রিকসের পাশে রহিমের নতুন বাড়িতে আগুন লাগে। কয়েল থেকে লাগা আগুনে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।