মিরসরাই উপজেলা কৃষকদলের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়,পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় ও মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন।
এসময় তিনি বলেন, ‘আমাদের প্রাণের দেশকে শিক্ষা, মেধা, টেকশই ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে ছাত্র-ছাত্রীদের ভূমিকায় অগ্রগণ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমানের আগামীর ইনসাফ ও সুশাসন ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে আজকের ছাত্ররাই মূল চালিকা শক্তি। সুশিক্ষিত ও সৎ চরিত্রের মেধাবী শিক্ষার্থীরাই পারবে মুক্তিযুদ্ধের মৌলিক চেতনায় আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে।’
এ সময় অন্যদের মধ্যে মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন তৌহিদ, মায়ানী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন, ছাত্রনেতা তপু হক, মো. নাঈম, রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ১০ এপ্রিল সারাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা।