মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে রফিক উদ্দিন (৪০) নামের একজন বাকপ্রতিবন্ধী নিহত হয়েছেন।
রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বারইয়ারহাট পৌরসভার উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
রফিক মিরসরাই উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন ইউনিয়নের আজমনগর এলাকার তার শ্বশুরবাড়িতে থাকতেন।
জানা গেছে, রবিবার বিকেলে রফিক রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজন এসে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বলেন, ‘বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বাকপ্রতিবন্ধী নিহত হয়েছেন। আমরা যাওয়ার আগে পরিবারের লোকজন তার লাশ নিয়ে গেছে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।